Previous
Next

সর্বশেষ

ভোটাধিকার ফেরাতে মাঠে নামুন’ — নেতাদের দৃঢ় বার্তা

ভোটাধিকার ফেরাতে মাঠে নামুন’ — নেতাদের দৃঢ় বার্তা

 প্রথম ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা ছিল শুধুই আনুষ্ঠানিকতা নয়; বরং ছিল আগামী দিনের রাজনৈতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরার এক মঞ্চ। স্থানীয় নেতাদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ দমন–পীড়নের ইতিহাস, ভোটাধিকার হারানোর বেদনা, আবার ভবিষ্যতের আন্দোলনে দৃঢ় প্রত্যয়ের আহ্বান।

রঙিন র‍্যালি, উচ্ছ্বসিত কর্মীরা
সোমবার সকালে উপজেলা শহরের প্রধান সড়কজুড়ে সাজ সাজ রব। হাতে দলীয় পতাকা, পোস্টার, ব্যানার—কর্মীরা ভিড় জমালেন র‍্যালিতে। ঢোলের শব্দ, স্লোগান আর নেতৃত্ব পুনরুদ্ধারের অঙ্গীকারে প্রাণবন্ত হয়ে ওঠে ছোট্ট উপজেলা শহর। চারদিকে এক ধরনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, যেন এই আয়োজন কেবল প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং দীর্ঘ আন্দোলনের প্রস্তুতির বার্তা।

ভোটাধিকার ফেরাতে মাঠে থাকতে হবে’
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি একে এম কামরুজ্জামান মামুন। তাঁর বক্তব্যে ছিল ক্ষোভ আর দৃঢ়তা—“দেশ আজ কঠিন সময় পার করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। গত ১৭ বছরে বিএনপির তিন হাজার নেতা–কর্মী গুম হয়েছেন, ষাট লাখ মানুষ মামলা–হামলার শিকার হয়েছেন। ফ্যাসিস্টদের কারণে আমরা মসজিদে মিলাদও করতে পারিনি।”

তিনি আরো বলেন, “কিছু ভাই এমপি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু ভোট নেই। নাসিরনগরের ভোটে বগুড়ায় এমপি বানানোর পিআর পদ্ধতি জনগণ মেনে নেবে না। এই ভাঁওতাবাজির শেষ হতে হবে।”

‘৫ আগষ্টে হাসিনার পতন হলেও, দোসররা রয়ে গেছে’
প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন তাঁর বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও অফিস–আদালতে তাদের দোসররা এখনও সক্রিয়। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে, নাটক সাজাচ্ছে।  তাঁর কথায় বারবার উঠে এসেছে “ঐক্যের ডাক”—নিজ নিজ অবস্থান থেকে দলের নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান।


ভিন্ন আঙ্গিক: স্মৃতিচারণ ও ক্ষোভ
সভায় শুধু রাজনৈতিক বার্তাই নয়, ছিল আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ। বক্তারা দাবি তুলেছেন, ৫ আগস্টের শহীদ পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসন দিতে হবে। এতে উপস্থিত নেতাকর্মীরা বারবার স্লোগানে ফেটে পড়েন। দীর্ঘ দমন–পীড়ন, মামলা–হামলায় সংগঠনটি ভাঙা–গড়ার মধ্যে দিয়ে গেছে। এ অবস্থায় স্থানীয় নেতাদের বক্তব্যে যে হতাশার পাশাপাশি দৃঢ় প্রত্যয় প্রকাশ পেয়েছে, তা ভবিষ্যতে রাজপথের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল হক চকদার, সহসভাপতি আব্দুল হাই, যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা, ছাত্রদল ও শ্রমিক দলের শীর্ষস্থানীয় নেতারা। ইউনিয়ন পর্যায়েও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেনা।
নাসিরনগরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তি

নাসিরনগরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন জলাশয়ে ৪৮৬ কেজি পোনামাছ অবমুক্তি করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা ডাকবাংলো ঘাটে উপজেলা পরিষদ পুকুর ও চাপরতলা পুকুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাছরীন, প্রাণি সম্পদ সহকারী কমিশনার (ভূমি) তানজিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রণি দেবনাথ, এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্যজীবীরা।
অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যজীবীদের আর্থিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
পরে অতিথিরা প্রতীকীভাবে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।
হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর মধ্যে বাগযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ হিসেবে উল্লেখ করেন।

গতকাল রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর এ কথা বলেছেন হাসনাত।

এর পাল্টা জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে গালি দেন।

সোমবার (২৫ আগস্ট) রুমিন ফারহানা ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা (হাসনাত আব্দুল্লাহ) না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’ এ সময় তিনি হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে সংযুক্ত করেছেন।

পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে এবং ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অসংখ্য মানুষ কমেন্টে নানা ধরনের প্রতিক্রিয়া ও শেয়ার করেছে।

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

এর আগে রোববার রুমিন ফারহানাকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে বিএনপি কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা।’

সমালোচনা করে হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা বিএনপির এই আওয়ামীবিষয়ক সম্পাদকদের বলব, আপনারা জনগণের পালসকে বুঝুন, ২৪-পরবর্তী জনগণের পালসকে বুঝুন। নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে।’

সূত্রঃ কালবেলা

চাতলপাড় ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

চাতলপাড় ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

 

মুনতাসির কবির
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী চাতলপাড় ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় নতুন কমিটিকে স্বাগত জানানো হয় এবং শিক্ষার মানোন্নয়নে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

মানিরুল হোসাইন ও কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মো. আব্দুল বাছির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন (তুহিন)।

গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন—বিদ্যুৎসাহী সদস্য: অ্যাডভোকেট মো. আরাফাত উল্লাহ, দাতা সদস্য: হুমায়ুন কবির ভূঁইয়া হিতুসি সদস্য: ওয়াসিম ভূঁইয়া, অভিভাবক সদস্য: মো. আলাউদ্দীন মিয়া, মো. এনামুল হক, মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি: মো. রহমত আলী, মোছা. সালমা খানম

সভায় প্রধান অতিথি এম এ হান্নান বলেন, “চাতলপাড় ডিগ্রি কলেজ এই অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা। আমরা চাই নতুন গভর্নিং বডির নেতৃত্বে কলেজটি আরও এগিয়ে যাক।”

সভাপতি প্রকৌশলী মো. আব্দুল বাছির বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার সহযোগিতায় আমরা শিক্ষার মানোন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ নেব।”

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত গভর্নিং বডিকে অভিনন্দন জানান এবং কলেজের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গোকর্ণ কলেজে পল্লী রক্তদানের ক্যাম্পেইন,  বিনামূল্যে ২৬৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

গোকর্ণ কলেজে পল্লী রক্তদানের ক্যাম্পেইন, বিনামূল্যে ২৬৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

 

 নাসিরনগর প্রতিনিধি
রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন। গত মঙ্গলবার উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ২৬৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।

সকালে কলেজ হলরুমে সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের সদস্য আশিকুল হক আফনানের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন। আলোচনায় আরও বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনজিত কুমার দেব, প্রভাষক শাহজালাল, শিক্ষক প্রদীপ চন্দ্র দাস, শিক্ষিকা সাইমা আক্তার, মাওলানা জসিম উদ্দিন ও মো. খাইরুল ইসলাম।


আলোচনা শেষে অধ্যক্ষ সনজিত কুমার দেব ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় সংগঠনের সদস্য জাকির হোসেন, শেখ রাসেল, বাপ্পি আহমেদ, সুজন মিয়া, নীলা আক্তার, সনিয়া ইসলাম, হৃদয় মিয়া, পারভেজ ইভান, সফিউল্লাহ, জিসান ও আতিকুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ বলেন, “আজকের ক্যাম্পেইনে ২৬৫ জন শিক্ষার্থীকে রক্তের গ্রুপ জানাতে পেরে আমরা আনন্দিত। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নে এ ধরনের ক্যাম্পেইন চলমান থাকবে।”

অধ্যক্ষ সনজিত কুমার দেব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “যে স্লোগান নিয়ে তোমরা সামনে এগোচ্ছো, সেই পথচলা আরও দীর্ঘ হোক। তোমরা আমাদের সন্তান, তোমাদের জন্য অনেক শুভ কামনা।”
চাতলপাড়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব: ভক্তিমাখা গ্রামে উৎসবের আমেজ

চাতলপাড়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব: ভক্তিমাখা গ্রামে উৎসবের আমেজ

মুনতাসির কবির

আজ ভগবান প্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।  ধর্মপ্রতিষ্ঠা, ভক্তের রক্ষা আর অন্যায়ের বিনাশের জন্য তিনি এসেছিলেন মানবরূপে। তাঁর বাঁশির সুর আজও মানুষের হৃদয়কে ভরে তোলে প্রেম, ভক্তি আর আনন্দে। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ঐতিহ্যবাহী চাতলপাড় গ্রাম এ মুহূর্তে ভরে উঠেছে ভক্তিমাখা আবহে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব।

শুক্রবার রাতেই শ্রীমদভাগবত পাঠের মাধ্যমে তিন দিনব্যাপী এই মহোৎসবের যাত্রা শুরু হয়। শনিবার ভোর থেকে মন্দির চত্বরে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে । বিকেলে গীতা পাঠ ও আলোচনা সভার পর শুরু হবে ভক্তিমূলক গীতি অনুষ্ঠান। সন্ধ্যার পর কৃষ্ণনাম কীর্তনের শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। সে সময় ভক্তরা প্রদীপ হাতে ও ঢাক-ঢোলের তালে চাতলপাড়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন। রাত সাড়ে আটটার দিকে অনুষ্ঠিত হবে ভগবান শ্রীকৃষ্ণের মহা-অভিষেক।

পুরো মন্দির প্রাঙ্গণ ভরে ওঠবে ভজন, নামসংকীর্তন আর শঙ্খধ্বনিতে। নারীরা ফুলের থালা হাতে, শিশুরা হাতে প্রদীপ জ্বালিয়ে উপস্থিত হয়ে পরিবেশকে ভক্তিমাখা ও আবেগঘন করে তুলবেন। ভক্তদের কণ্ঠে কৃষ্ণনাম ধ্বনিতে চারপাশ যেন আধ্যাত্মিক আবেশের আবহ তৈরি হবে।

আয়োজক শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতারা জানিয়েছেন, আগামী রবিবার মহা-প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মহোৎসবের সমাপ্তি ঘটবে। তবে ভক্তদের হৃদয়ে এর অনুরণন বহুকাল থেকে যাবে।
ফকিরদিয়া বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

ফকিরদিয়া বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

মুনতাসির কবির নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ফকিরদিয়া ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মেসার্স ইনসাফ ট্রেডার্স মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইনছাফ আলীর সভাপতিত্বে ও শেখ মনিরুজ্জামান আনসারী আবুসামার সঞ্চালনায় আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোহরাফ খান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহে আলম ভূঁইয়া, চাতল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলগীর হোসেন, চাতলপাড় ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি সোহাগ ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জাসাজ নাসিরনগর উপজেলা সাইফুল ইসলাম জানু, স্বেচ্ছাসেবক দল চাতলপাড় ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আফজাল হোসেন, কচুয়া ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ ওয়ালীউল্লাহ সরকার।

এ ছাড়া স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতারা আলোচনা করেন এবং দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।